খালেদা জিয়ার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে : আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৯, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে আজই মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এসেছে। আবেদনে কি আছে আমি এখনো দেখি নাই। আবেদনের ওপর মতামত দিয়ে আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মতামত দেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে কি না প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে না। আইন মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর উপর মতামত দেবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘ওনাদের (খালেদা জিয়ার পরিবারের) একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষান্তে যে পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হবে সেখানে প্রেরণ করবো আমরা।’

সূত্র : ইউএনবি

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ