খালেদা জিয়ার কারাগারের সঙ্গী গৃহকর্মী ফাতেমাও যাচ্ছেন লন্ডনে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
নিউজ ডেস্ক
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফর সঙ্গীদের সাথে খালেদা জিয়ার কারাগারের সঙ্গী গৃহকর্মী ফাতেমাও যাচ্ছেন লন্ডনে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮ টা ১৫ মিনিটে গুলশান বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়ি বহরটি যখন বের হয় সেসময় সঙ্গে গৃহকর্মী ফাতেমাও ছিলেন।
প্রায় ১৪ বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন। ৩৫ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার ওপর নির্ভরশীল। দেশের ভেতর তো বটেই, দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বেচ্চায় কেন্দ্রীয় কারাগারে প্রায় ২৫ মাস ছিলেন ফাতেমা বেগম।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সব সময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়াসহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার ওপর নির্ভর করেন।
জনতার আওয়াজ/আ আ
