খালেদা জিয়া-তারেক রহমান ‘ধানের শীষ’ যাকে দিবেন তাকেই বিজয় করাবো’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’ ধানের শীষ যার হাতে দিবে তাকেই আমরা বিজয় লাভ করাবো বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
ওলামা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ চাই। ঐক্যবদ্ধর মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। ওলামা দলের আলেমরা আরো বেশি এক্টিভ হয়ে জনসাধারণদেরকে ঐক্যবদ্ধ করতে হবে।
এ সময় তিনি সকল নেতা কর্মীকে ওয়াদাবদ্ধ করান যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ধানের শীষ প্রতীক যার হাতে দিবেন তাকে বিজয় লাভ করাবেন।
শনিবার (১১ জানুয়ারি) রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজকের যে সু-সংঘটিত কর্মীসভা হলো, এই কর্মী সভা দেখেই বোঝা যায় আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষ। এই দলকে কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ওপর যে জুলুম অত্যাচার করেছে। শুধু তাই নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে জেলে রেখেছে। এর জবাব আমাদেরকে দিতে হবে। জবাব কিভাবে দিবেন? জবাব দিবেন মানুষের সাথে মিশে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার মধ্য দিয়ে জবাব দিবেন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের অনেক চাওয়া আছে, পাওয়া আছে। সবার উপরে একটা চাওয়া আছে তা হলো দলকে ক্ষমতাই নিতে হবে। অনেকেই বলে একদল চলে গেছে আরেকদল আসবে। আমি তাদেরকে বলতে চাই। বিনা দোষে মিথ্যা মামলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল খাটলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা সাজা দিয়ে দেশে আসতে দেয়নি। শুধু তাই নয় গত ১৬-১৭ বছর ধরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা-হামলা-জেল, জুলুম চালিয়েছে, আপনারা কি তা চোখে দেখেন না? ৬০ লাখ গায়েবী মামলা দিয়েছে। আপনারা কি তা দেখেন না?
তিনি বলেন, একদল আছে মুখোশধারী, ভুল ব্যাখ্যাকারী। ভুল ব্যাখ্যা করে মানুষকে প্ররোচনায় ফেলতে চায়। যারা কখনো স্বাধীনতার যুদ্ধে সমর্থন করেনি। পাকিস্তানকে সমর্থন জানিয়ে গেছে। তারা আজ আমাদেরকে শিখাচ্ছে কি করতে হবে। তারা দুই তিনটার সিট পেতে পারে। তারা এমন কি করেছে যে মানুষ হুমরি খেয়ে তাদেরকে ভোট দিবে? আর আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা করেছেন যুদ্ধ করেছেন।
সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা ঐক্যবদ্ধ চাই। ঐক্যবদ্ধর মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। ওলামা দলের আলেমরা আরো বেশি এক্টিভ হয়ে জনসাধারণদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। বেগম জিয়া ও তারেক রহমান ধানের শীষ যার হাতে দিবে তাকে আমরা তাকেই বিজয় লাভ করাবো। এই ওয়াদাবদ্ধ সবাই করব।
কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পল্লী বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য শাহ মাওলানা মোঃ নেসারুল হক, ওলামা দলের সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা আবুল হোসেন, সিনিয়র সদস্য মাওলানা মোঃ ইনামুল হক মাজেদী, সদস্য মাওলানা মোঃ জামাল উদ্দিন ফয়জি সহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ
