খুলনার রায়েরমহলে ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনার রায়েরমহলে ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনায় মোঃ রাজা শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর মোস্তর মোড় সংলগ্ন হরিণটানার রায়ের মহল হামিদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। হরিণটানা থানার ওসি ইমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজা শেখ স্থানীয় রায়ের মহল ইসলাম নগর এলাকার তোরাপ শেখের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘের ব্যবসায়ী রাজা শেখ মোস্তর মোড় সংলগ্ন রায়েরমহল স্লুইজগেট এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজা শেখ রায়েরমহল এলাকার ‍মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার আসামি ছিল বলে সূত্র জানিয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ