খুলনা মহানগরীতে দু:স্থ পরিবারের মাঝে বিএনপির ভোজ্য তেল বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২১, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা মহানগরীতে দু:স্থ পরিবারের মাঝে বিএনপির ভোজ্য তেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ

 

সাহানা আক্তার,সোনাডাঙ্গা খুলনা
খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, সরকার নিয়ন্ত্রিত ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই বাজারে দ্রব্যমূল্য বাড়ছে। তাদের সম্মিলিত লুটপাটের মাশুল দিচ্ছে দেশের সাধারণ মানুষ। অতীতের সব রেকর্ড ভেঙ্গে জিনিপত্রের দাম লাগামহীন ভাবে বাড়লেও তা নিয়ন্ত্রণে সরকারের কোন সংস্থার কার্যত কোন উদ্যোগ নেই। তিনি বলেন, বিএনপি জনগনের দল বলেই গত এক যুগ শাসক দলের শত অত্যাচার নির্যাতন সহ্য করেও সকল দু:সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দলীয় বিবেচনায় সুবিধাভোগ নয়, রমজান মাসে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কার্ড যাতে প্রকৃত অসহায় দু:স্থরা পান তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
রবিবার (৬ মার্চ) ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দু:স্থদের মাঝে ভোজ্য তেল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধায়নে পালিত হয় এ কর্মসূচি। বেলা সাড়ে ১১টায় নগরীর ইসলামপুর রোড কাজী বাড়ি চত্ত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়কবৃন্দ কাজী মো: রাশেদ, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ। উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য বেগ তানভিরুল আযম, হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, জাফরী নেওয়াজ চন্দন, বিএনপি নেতা মঈদুল হক টুকু, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, মাহবুব উল্লাহ শামীম, হুমায়ুন কবির চৌধুরী, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, কাজী মিজানুর রশিদ, শেখ বায়েজীদ হোসেন, মাসুদ খান, সাইদুল ইসলাম, সোহাগ, হান্নান, সরোয়ার, আবুল কালাম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, রাসেল, বশির, মেহেদী, আবুল কালাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ