গণমাধ্যমের স্বাধীনতা সরকারের অঙ্গীকারে রয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ৪, ২০২৪ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ৪, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
তথ্য ও সম্পচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা সরকারের অঙ্গীকারে রয়েছে। তবে এর আড়ালে অপ-সাংবাদিকতাও ঘটছে।
শনিবার (৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অপ-সাংবাদিকতা ক্ষতি করছে পেশাদার সাংবাদিকদের। সেই ক্ষেত্রে মফস্বলে সাংবাদিকতা করা আরও কঠিন। তাই গণমাধ্যম নিজের সঠিক দায়িত্ব পালন করলে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, সমালোচনার নামে যদি কেউ এজেন্ডা বাস্তবায়ন করেন, সেই ক্ষেত্রে আমরা সেটির নিন্দা জানাবো। সরকারের সবাই ফেরেশতা নয় সেটা আমরা জানি। তাই গঠনমূলক সমালোচনা হতেই পারে।
জনতার আওয়াজ/আ আ
