গনবিরোধী বাজেটের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ৭, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ৭, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ

আরিফ মাহফুজ ,বিশেষ প্রতিনিধি
২০২৪-২০২৫ সালের গনবিরোধী বাজেটের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল অনুষঠিত হয়েছে । ০৬ই জুন বৃহঃস্পতিবার সংসদে জাতীয় বাজেট ঘোষণার সাথে সাথে সিলেট জেলা বিএনপি তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলটি বের করে। মিছিলটি কোর্ট পয়েনট থেকে শুরু হয়ে জিন্দাবাজার সিটি পয়েন্টের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্টিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন , জনগন এই অবৈধ সরকারের এই গনবিরোধী বাজেট প্রত্যাখ্যান করেছে। জনগনের প্রতি দায়বদ্ধতা নেই বিধায় এই ধরনের শোষন মূলক বাজেট প্রনয়ন করেছে। বাজেট তৈরি করা হয় দেশের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে। কিন্তু সরকার বাজেট তৈরি করেছে নিজেদের এবং তাদের তল্পিবাহক সিন্ডিকেটের উচ্চবিত্ত সদস্যদের স্বার্থ রক্ষার্থে। এখন দেশের বেশিরভাগ মানুষের সবচাইতে বড় প্রয়োজন খেয়ে পরে কোনোরকম বেঁচে থাকা। সরকার এমন বাজেট প্রস্তাব করেছে যাতে মনে হচ্ছে— তারা চায় নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি ধুকে-ধুকে মৃত্যুমুখে পতিত হোক। সরকার যে বাজেট ঘোষণা করেছে এর মাধ্যমে জনগণের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে।
পথ সভায় এমরান আহমেদ , নিত্যপণ্যের দাম কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক খাতে বাজেটের কোন বাস্তবতা নেই, মূল্যস্ফীতি কমানোর বাস্তব পদক্ষেপ নেই। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, সরকারের ভুলনীতি ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েছে। । এছাড়া বৃহৎ ধনিকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবন্ধ হয়ে শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে যুক্ত হওয়ার আহবান জানান। তিনি অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনের আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ
