গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৫, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১:৪১ অপরাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ও খালেদা জিয়া মুক্তির দাবিতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচি পালন করে। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারন স¤পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মিজানুর রহমান মাসুম। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন স¤পাদক মাহমুন্নবী টিটুল, জেলা যুবদলের সাধারন স¤পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, শহর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোর্শেদ হাবিব সোহেল, জেলা ছাত্রদলের সাধারন স¤পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে দ্রব্য মূল্যের উর্ধগতিতে সাধারণ জনগন হতাশা বোধ করছেন। দ্রব্য মূল্যে উর্দ্ধগতির কারণ হচ্ছে বর্তমান সরকার সাধারন জনগনের ভোট ছাড়া সরকার। তারই প্রতিশোধ হিসেবে দিন দিন দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করছেন। তারা সাধারন জনগনকে দ্রব্যমূল্যে দাম বৃদ্ধি করে প্রতিশোধ নিচ্ছেন। বক্তারা আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে ভয়পায়। তাই বিনা অপরাধে তাকে আটকিয়ে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া মুক্তি সময়ের ব্যাপার মাত্র। ছবি সংযুক্ত

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com