গানশট ইনজুরি : শহীদুল্লাহ ফরায়জী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
উৎসর্গ: ( কোটা আন্দোলনে
প্রাণ বলিদানকারী ‘রিয়া’কে )
বাবা,
আমার মৃত্যুর কারণ নাকি
গানশট ইনজুরি,
আমাকে নাকি গুলি ক’রে
হত্যা করা হয়েছে,
কিন্তু আমার কী অপরাধ
আমি জানি না
এমনকি পৃথিবীও জানে না।
আমার বয়স কেবল ছয়,
আমার মাথাটা গুলিতে উড়িয়ে দিল
জীবনের অজস্র স্বপ্ন
গুঁড়িয়ে দিল,
তোমার কোলে আমি
এতো নিশ্চিন্ত, এতো নিরাপদ,
আমার ভেতরটা
আনন্দে টগবগ ক’রে উঠছিল,
কিন্তু এক মিনিটেই
মৃত্যুর কোলে ঢলে পড়লাম।
তুমি কেমন বাবা?
আমাকে বাঁচাতে পারলে না!
চিৎকার ক’রে বলতে পারলে না—
‘আমার রিয়া সোনামনি
কোটা বোঝে না, রাষ্ট্র বোঝে না।’
বাবা, গুলিটা যখন মাথায় লেগে
চোখ দিয়ে বের হয়ে গেলো—
কী ভয়ঙ্কর যন্ত্রণা,
তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল
ঠোঁটের মাঝে ঠাণ্ডা স্পর্শ,
ভাবলাম তুমি আমার মুখে পানি তুলে দিচ্ছ।
না, পরক্ষণেই বুঝলাম
ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে,
আমি যেনো
কারবালার প্রান্তরে।
বাবা,
নিরপরাধ আমিসহ অনেক
মানুষ খুন ক’রে
রাষ্ট্র কি অনুতপ্ত হয়েছে !
আমাকে দেখতে বুঝি
ভিআইপিদের ভীড় জমেছে,
সারা এলাকায় খবর রটেছে বুঝি!
কী বলো! কেউ আসেনি!
ঐ যে দেখলাম
ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখতে রাষ্ট্র ব্যাতিব্যস্ত, ক্রন্দনরত অথচ সন্তানহারা মা—যাঁর আহাজারিতে রাষ্ট্র কেঁপে উঠছে,
তাঁকে সহমর্মিতা
জানায়নি!
আজ আমার
খুব জানতে ইচ্ছে করছে— রাষ্ট্র কাকে বলে? এ কেমন রাষ্ট্র!
নাগরিক হত্যায়
সর্বোচ্চ প্রচেষ্টা চালায়।
faraizees@gmail.com