গুম হওয়া বাতেন এর মেয়ে ইনশা এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:১৩ পূর্বাহ্ণ

ঢাকা এ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারী এন্ড স্কুল থেকে ২০২৩ সালের এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ‘৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আনিসা ইসলাম ইনশা।তার বাবা ইসমাইল হোসেন বাতেন ২০১৯ সালে মিরপুর থেকে গুম হয়েছে। তার মা নাসরিন আক্তার স্মৃতি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ওর বাবা ইসমাইল হোসেন বাতেন তার মেয়ের রেজাল্টে সবচেয়ে বেশি খুশী হতো।এখন সে কোথায় আছেন, কেমন আছেন? আমরা জানিনা।আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ ও ভালো থাকে। সময় বদলাবে তিনি অবশ্যই ফিরে আসবেন। তার অপেক্ষায় আমাদের প্রতিটি মুহূর্ত কাটে।তিনি আরো বলেন,আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকমন্ডলীর প্রতি। আর সেই সাথে “মায়ের ডাক” সংগঠন এর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা সবাই আমাদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। গুম হওয়া সবাই ফিরে আসুক তাদের পরিবারের কাছে।এদিকে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা বলেন,আনিসা ইসলাম ইনশার সাফল্য অর্জনে গুম হওয়া পরিবারের সকল সন্তানরা অনুপ্রাণিত হবে।আমরা ইনশার জন্য প্রাণভরে দোয়া করি সেযেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে।মানবিক মানুষ হতে পারে।
জনতার আওয়াজ/আ আ
