গোটা জাতি আজ শেখ হাসিনা ভাইপারে আক্রান্ত: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোটা জাতি আজ শেখ হাসিনা ভাইপারে আক্রান্ত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা ভাইপারের ছোবলে গোটা জাতি আজ আক্রান্ত, বিষাক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আজকে একটা আতঙ্ক তৈরি করছে জনমনের মধ্যে, রাসেলস ভাইপার বিষধর সাপ। কিন্তু আমরা যে শেখ হাসিনা ভাইপারের ছোবলের মধ্যে গোটা জাতি আক্রান্ত, বিষাক্ত সেখান থেকে আমাদেরকে পরিত্রান পেতে হবে।

বুধবার (২৬ জুন) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলাদ মাহফিলটির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

রিজভী বলেন, ‘আজকে তো আমরা একটা মতিউরের কথা জানি, আমরা তো একটা বেনজীরের কথা জানি, একটা আজিজের কথা জানি। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় কত যে এইরকম বেনজীররা রয়েছেন তার কোন ইয়াত্তা নাই।

প্রধানমন্ত্রীর ভারত সফরের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা চুক্তি করলেন ভারতে গিয়ে তিনি কি জনগণের সম্মতি নিয়েছেন? আজকে বাংলাদেশের বুক চিরে আপনি রেললাইন বসাবেন। ভারত থেকে আসবে রেললাইন, বাংলাদেশের উপর দিয়ে আবার ভারতে যাবে এটা তো করিডোর। এই করিডোরের বিরুদ্ধে তো বেগম খালেদা জিয়া সোচ্চার ছিলেন। আপনারা দেখবেন এখনো ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার এরকম বক্তব্য ভাসছে। শেখ হাসিনা আপনি জনগণকে উপেক্ষা করে বাংলাদেশের বুক চিরে তাদেরকে করিডোর দিবেন অথচ আমরা নেপাল যাওয়ার জন্য যে করিডোর চাওয়া হচ্ছিল সেটা তো দেয়নি ভারত। ভয়ংকর পরিস্থিতির মধ্যে আপনি দেশটাকে ধাবিত করছেন। আপনি গোটা জাতিকে নতজানু করার চেষ্টা করছেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য যে নেত্রী প্রতিবাদ করেছেন, সোচ্ছার থেকেছেন লংমার্চ করেছেন, রোড মার্চ করেছেন, ন্যায্য পাওয়ানা আদায়ের জন্য তিনি তো আজকে কারাগারে থাকবেন। আর যারা দেশের ভূখণ্ডকে অকাতরে দিয়ে দিচ্ছেন, প্রভুদের পদতলে তাদেরকে রক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘দেশের প্রশ্নে এবং দেশের মানুষের প্রশ্নে বেগম খালেদা জিয়াকে বিন্দুমাত্র টলাতে পারেনি মইনুদ্দিন, ফখরুদ্দিনরা, শেখ হাসিনারা। বহুবচন বলছি এইজন্য শেখ হাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গরা তার দেশি এবং আন্তর্জাতিক প্রভুরা এটা পারেনি। এটা পারেনি বলেই মিথ্যা সাজানো মামলা দিয়ে তাকে একটি ফরমায়েশি রায়ে সাজা দিয়েছে তারপরও বেগম খালেদা জিয়ার মাথা নত করতে পারেনি। অথচ এই জেলে থাকার কথা ছিল শেখ হাসিনার।

রিজভী বলেন, শেখ হাসিনা ভারতকে করিডোর দিয়ে তিনি খাল কেটে কুমির এনেছেন। এসব চুক্তি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। গ্রিকরা যেমন কাঠের ঘোড়া তৈরি করে তার ভিতরে সৈনিকদের লুকিয়ে রেখে ঘোড়াটা ট্রয় নগরের কাছে রেখেছিল। ট্রয়বাসীরা ঘোড়াটাকে শহরের ভিতরে নিয়ে যায়। রাত্রে সৈন্যরা ঘোড়ার পেটের ভিতর থেকে বেরিয়ে নগরের দরজা খুলে দেয় এবং গ্রিকরা শহরে প্রবেশ করে তা দখল করে নেয়। শেখ হাসিনাও ভারতের সাথে রেল চুক্তি করে সেরকম ট্রয়ের ঘোড়া নিয়ে আসছেন ।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয়। তাদের সাথে আমাদের আকাশ পাতাল পার্থক্য। আমাদের সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। তারা আমাদের পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। অভিন্ন নদীর পানি তারা একচেটিয়া নিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ‘ভারতের আদানী গ্রুপের কাছ থেকে সরকার নাকি বিদ্যুৎ আমদানি করে। দুইদিন হলো তারা বিদ্যুৎ দিচ্ছে না। গ্রামে এখন ১৫/১৬ ঘন্টা লোডশেডিং হচ্ছে। গ্রামে গ্রামে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ হলো তাদের মনোবৃত্তি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ