গোলাম রাব্বানী সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানালো যুক্তরাজ্য বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানালো যুক্তরাজ্য বিএনপি । উল্লেখ্য যে গত বছর ১৭ অক্টোবর তিনি বাংলাদেশ সফরের সময় রাজধানী ঢাকার কাকরাইল এলাকা থেকে গ্রেফতার হন। দীর্ঘ তিন মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হয়ে যুক্তরাজ্যে ফিরে আসেন।
২২ এপ্রিল সোমবার স্থানীয় একটি রেষ্টুরেন্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ ।

এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক , সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কয়ছর এম আহমেদ , সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ , সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, মুজিবুর রহমান মুজিব, সলিসিটর একরামুল হক মজুমদার, আবেদ রাজা, যুগ্ম সম্পাদক গুলজার আহম্মেদ ,মেজবাহউজ্জামান সোহেল, ব্যারিষ্টার মওদুদ আহমেদ খান, অর্থ সম্পাদক সালেহ গজনবী, দপ্তর সম্পাদক ( যুগ্ম সম্পাদকের পদ মর্যাদায়) ডঃ মুজিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক ( সহ সম্পাদকের পদ মর্যাদায়) সেলিম আহমেদ, সহ প্রচার সম্পাদক মঈনুল ইসলাম ও সহ প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক আরিফ আহমেদ ।
জনতার আওয়াজ/আ আ
