গ্যাসের বকেয়া বিল দ্রুত সংগ্রহের নির্দেশ প্রতিমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্যাসের বকেয়া বিল দ্রুত সংগ্রহের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

গ্যাসের বকেয়া বিল দ্রুত সংগ্রহ করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) অধিভূক্ত এলাকায় গতকাল বুধবার বিকেলে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের ছয়টি বিতরণ কোম্পানির গ্যাসের গত জানুয়ারি পর্যন্ত মোট বকেয়া ২৫ হাজার ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা। তার মধ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বকেয়া রয়েছে দুই হাজার ৮৪ কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠানও সময়মত বিল না দিলে গ্যাসের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, সরকারের অনুমোদিত স্থান ছাড়া গ্যাসের নতুন সংযোগ দেয়া হবে না। একই সঙ্গে অপরিকল্পিত কানেকশন থাকলে সেগুলো বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অন্যানের মধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও কর্ণফুলী গ্যাস ডিস্টিটিউশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাকলাইন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ