ঘরে-বাইরে নারী এখনও নিরাপদ নয়: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের বিপন্ন অবস্থায় নারীরা আরো বেশী বিপন্ন ও ক্ষমতাহীন। রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্যোগে নারীদের বেশী মাশুল দিতে হয়। লক্ষ লক্ষ ফেরারি রাজনৈতিক সংগঠকদের নারী ও শিশুরা নিদারুণ অসহায়। ভোটের অধিকার না থাকায় নারীরা আরো ক্ষমতাহীন হয়েছে;
রাষ্ট্র ও সমাজে তাদের গুরুত্ব কমেছে। ঘরে-বাইরে নারী এখনও নিরাপদ নয়।
আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেগুনবাগিচায় বিপ্লবী সংহতি মিলনায়তনে নারী দিবসের আলোচনাসভায় তিনি একথা বলেন।
কমলনগরে মেঘনার বাঁধ নির্মাণে চাঁদাবাজির অভিযোগ, মামলাকমলনগরে মেঘনার বাঁধ নির্মাণে চাঁদাবাজির অভিযোগ, মামলা
সাইফুল হক বলেন, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের শেষে মাশুল গুনতে হয় নারীদের। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগেও সবচেয়ে অসহায় আর নিরাপত্তাহীন থাকে নারী ও শিশুরা।
তিনি বলেন, দেশের সার্বিক বিপন্ন অবস্থা নারীদেরও নানাভাবে বিপন্ন করে তুলেছে। দেশে গুম, খুন, অপহরণ, গণগ্রেপ্তার, লক্ষ লক্ষ মানুষের ফেরারি জীবনের চরম ভুক্তভুগী হতে হয় পরিবারের নারী ও শিশুদের। লক্ষ লক্ষ শিশুদের পিতা বা অভিবাবক ছাড়াই অনিশ্চিত জীবন নিয়ে বেড়ে উঠতে হয়।
আলোচনাসভায় নারীনেত্রী বহ্নিশিখা জামালী বলেন, ঘরে বাইরে নারী এখনও নিরাপদ নয়। হত্যা, ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন এখনও অব্যাহত। সমান কাজে নারীদের সমান মজুরি নেই। স্বাধীনতার ৫৩ বছরে নারী এখনও সংবিধানে স্বীকৃত সমঅধিকার অর্জন করতে পারেনি। সংসদে সংরক্ষিত আসনে এখনও নারীদের প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা নেই।
তিনি বলেন, নারীর অধিকার ও মর্যাদা বিরোধী প্রচারণা এখনও অব্যাহত রয়েছে। বাস্তবে নারীমুক্তি ছাড়া সামাজিক মুক্তি নেই।
সংগঠনের সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন নারী নেত্রী রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, তিথি সুবর্ণা, বিউটি গোমেজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, সাইফুল ইসলাম প্রমুখ।