ঘোষিত ভিসা নীতির অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আমেরিকা বাংলাদেশে যে ভিসা নীতি ঘোষণা করেছিলো তার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমেরিকা যে ভিসা নীতি ঘোষণা করেছিলো সেটি হচ্ছে থ্রি সি ভিসা নীতি। কিন্তু জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা নীতি দিয়েছে সেটা ফরেইন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস এপ্রোপ্রিয়েশন্স অ্যাক্টের অধীনে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিলো সেটির অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়নি। অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
মিট দ্য রিপোর্টার্সে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও আরো অন্যান্য ক্ষেত্রে একযোগে কাজ করছি।
তিনি বলেন, জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি পাবলিক করার আগে আমাদের মিশনকে জানানো হয়েছে। আমরা মনে করি, আমেরিকার সঙ্গে আমরা এনগেজডমেন্টের মধ্যে আছি।
আমরা দুর্নীতি দমন, সন্ত্রাস দমন এবং অন্যান্য ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একযোগে কাজ করছি।
এই বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, যেহেতু তিনি সাবেক সেনাপ্রধান। এটা সেনাবাহিনীর বিষয়। তাই এ নিয়ে কিছু বলতে চাই না।
জনতার আওয়াজ/আ আ
