চবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, মহড়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয় ও সিএফসি সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের মধ্যবর্তী স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের সময় উভয় পক্ষকে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একইস্থানে প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের র্যাগ ডে উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। সিএফসির কিছু নেতাকর্মী ওই কনসার্টে ঢুকতে গেলে বিজয় গ্রুপের নেতাকর্মীরা বাধা দেন।
এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে বিজয়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী ও সিএফসির নেতাকর্মীর শাহ আমানত হলে অবস্থান নিয়ে ধাওয়াপালটা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবস্থা।
জনতার আওয়াজ/আ আ
