চলমান অন্ধকার কেটে যাবে,মানুষ জেগে উঠছে : মির্জা ফখরুল(ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৫, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৫, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চলমান অন্ধকার কেটে যাবে, মানুষ জেগে উঠছে, জেগে উঠবে ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগ যে এই ভয়াবহ পরিস্থিতি তৈরী করে রেখেছে তার জন্য দায়ী প্রত্যেককে চিহ্নিত করা হবে। বিচারের আওতায় আনা হবে। জনগণ এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। কারণ তারা জানে তিনি বাইরে থাকলে ক্ষমতায় টিকে থাকা যাবে না।’
শনিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘চলমান গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও বাকশাল পুলিশ-র্যাব কর্তৃক গুম, খুন ও নির্মম নির্যাতনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে ভয়াবহ নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। দেশের যে সকল মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে কমাগত ঊর্ধ্বগতির মাধ্যমে তাদেরকে শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ফেলে দিয়েছে। তাই আসুন ঐক্যবদ্ধ হই, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার ও মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’
‘আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার নয়, তারাই আইন-শৃঙ্খলা বাহিনীর লোক যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কে তুলে নিয়েছে গুম করেছে খুন করেছে। কোথাও কোনো সুরাহা পাওয়া যায়নি। কেউ তারা স্বীকার করে নিয়েছে তারা তুলে নিয়ে গেছে। কিন্তু বাস্তবতা তো তাই ঘটেছে।’
তিনি বলেন, ‘কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। আমরা যখন এসব কথা বলি তখন তাদের কানে যায় না। বিভিন্নভাবে আমাদের কথাগুলোকে বিদ্রুপ করেছে। হারিয়ে গেছে, প্রেম করেছে এই সব কথাবার্তা বলতেও দ্বিধা করেনি। অথচ বিশ্বের সামনে আজকে প্রমাণ হয়েছে, আমরা এতদিন ধরে যেসব কথাবার্তা বলে এসেছি তা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে, যে কারণেই দেখলাম মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। এই নিষেধাজ্ঞা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, গুম করা ও বিচার বহির্ভূত হত্যা করার জন্য একটি প্রতিষ্ঠানকে এবং তার কর্মকর্তাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা আমেরিকার কোন কিছু সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।’
‘এটা ছোট খাটো ব্যাপার নয়, বাংলাদেশের মত একটা দেশ যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই দেশ যখন স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে তখন এই ধরনের নিষেধাজ্ঞা গোটা জাতির উপর কলঙ্ক লেপন করা হয়েছে। আর এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার। তারা আজকে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে চরম জঘন্য অমানবিক কার্যক্রম করছে’, যোগ করেন তিনি।
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এখনো তোমাদের পাশে সারা দেশের মানুষ আছে।
তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে এবং ছাত্রদলের সহ-সভাপতি মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বা রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।