চাঁদাবাজি ও অযথা হয়রানি বন্ধে তৃতীয় লিঙ্গদের সাথে মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৪, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজি ও অযথা হয়রানি বন্ধে তৃতীয় লিঙ্গদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ

 

মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি :

চাঁদাবাজি ও অযথা মানুষকে হয়রানি করা থেকে বিরত রাখতে তৃতীয় লিঙ্গের সাথে
জনসচেতনতা মুলক মতবিনিময় করেছেন দিনাজপুরের বিরামপুর থানা অফিসার ইনচার্জ
সুমন কুমার মহন্ত। এসময় তৃতীয় লিঙ্গদের কর্মসংস্থান ও পুনর্বাসনের
ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তিনি।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বিরামপুর থানার ওসির কার্যালয়ে তৃতীয় লিঙ্গদের
সাথে জনসচেতনতা মুলক মতবিনিময় করেন অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার
মহন্ত।

আলোচনা ও মতবিনিময়কালে তৃতীয় লিঙ্গদের উদ্দেশ্যে ওসি সুমন কুমার মহন্ত
বলেন, মানুষ, মানুষের জন্য, অযথা কাউকে বিরক্ত করা যাবে না। কারও বাড়িতে
শিশু জন্মগ্রহন করলে তাদের বা শিশুকে নিয়ে তামাশা এবং মোটা অংকের চাঁদা
দাবি করা যাবে না। এছাড়াও বাজার-ঘাট, দোকানপাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন
বা ট্রেনেও কোন বিশৃঙ্খলা বা চাঁদাবাজি করা যাবে না। সুন্দর স্বাভাবিক
জীবনে ফিরে আসতে হবে।
এছাড়াও তৃতীয় লিঙ্গদের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাদের
কর্মসংস্থান ও সরকারি ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ জানান, উপজেলার বিভিন্ন স্থানে তৃতীয়
লিঙ্গদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তাদের উপদ্রবে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে ।
প্রায়শ: তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ আসছে। এরই প্রেক্ষিতে
এসব তৃতীয় লিঙ্গদের সাথে জনসচেতনতা মুলক আলোচনা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com