চার বছর পর পর্দায় ফিরছেন এশা গুপ্তা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বলিউডের গ্ল্যামার গার্ল অভিনেত্রী ও মডেল এশা গুপ্তা। এ বছর সিনেমা দিয়ে তেমন আলোচনায় ছিলেন না তিনি। সবশেষ চার বছর আগে বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে। চার বছর পর এ বছরের নভেম্বরের ২৪ তারিখ ‘টিপসি’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী।
‘টিপসি’ সিনেমার গল্প মুম্বাইয়ের আধুনিক পাঁচজন নারীকে কেন্দ্র করে। যারা ওয়ার্কিং ওমেন। সময় পেলেই বন্ধুরা মিলে যুক্ত হন নৈশ পার্টিতে, নিজেদের মতো করে স্বাধীন জীবন উদযাপনই যাদের উদ্দেশ্য। এমন একটি অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও থ্রিলার গল্পে অভিনয় করেছেন এশা গুপ্তা। তার চরিত্রে রয়েছে টুইস্ট।
সম্প্রতি বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমের মুখোমুখি হয়ে এশা বলেন, ‘টিপসি’ এ বছর মুক্তি পেতে যাওয়া আমার একমাত্র সিনেমা। গোটা বছর আমি পরিবার ও মডেলিং নিয়ে ব্যস্ত থাকায় সিনেমায় সেভাবে আমাকে দেখা যায়নি। তাই এই সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। সিনেমায় আমার চরিত্র নিয়ে এখনই কিছু খোলাসা করতে পারছি না। আগামী ২৪ নভেম্বর সবাই সিনেমাটি দেখার পরেই বুঝতে পারবেন আমার চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে আমন্ত্রণ।’
এ সময় ২০২৪ সালের ব্যস্ততা নিয়েও কথা বলেন জান্নাত ২-এর এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আগামী বছর আমার বেশকিছু সিনেমা মুক্তি পাবে। তার মধ্যে ‘ফের হেরা ফেরি ৩’ অন্যতম। আশা করছি আগামী বছর সিনেমা নিয়ে ব্যস্ত সময় যাবে।’
প্রসঙ্গত, ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০০৭ প্ল্যাটফর্ম দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় এশা গুপ্তার। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেলিংয়ে নিয়মিত হন তিনি। মডেলিং জগতে অল্প সময় পরিচিতি পাওয়া এশার ২০১২ সালে মহেশ ভাটের ‘জান্নাত ২’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়।
এরপর বেশকিছু দর্শক প্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সবশেষ ২০১৯ সালে ‘দেশি ম্যাজিক’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে।
জনতার আওয়াজ/আ আ
