চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় অটোরিকশা চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী বাবুল ইসলাম (৪০) দিনাজপুর জেলার খানসমা থানার বাসুনী গ্রামের আবদুর রহমানের ছেলে।
সোমবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের নুর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজের অটোরিকশা চালান বাবুল। সোমবার রাত আনুমানিক ২টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক বাবুলের অটোরিকশায় ওঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক বাবুলের গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। ছোরার আঘাতে বাবুলের গলার চামড়ায় কেটে যায় এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
জনতার আওয়াজ/আ আ
