ছাতকে প্রভাষক শহীদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪২, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাতকে প্রভাষক শহীদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের প্রভাষক শহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন চলঅকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায়সভাপতিত্ব করেন সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদেরর সভাপতি রুহুল আমিন তালুকদার। শিক্ষক আবুল হাসান এবং শিক্ষক ইমরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী অনার্স কলেজের সহকারী অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, জাউয়া বাজার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সমর কুমার সরকার, সহকারী অধ্যাপক আরশ আলী, সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন, সাধারন সম্পাদক, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুল করিম বকূুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ শিকদার, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মাহমুদ আলী, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছব আলী, মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল আলম, জনতা উচ্চ বিদ্যালয় (কামরাঙ্গী)’র প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হক, মিছবাহ উদ্দিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ’র শিক্ষিকা শ্যামলী চক্রবর্তী, সালমা আক্তার চৌধূরী, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন পাল, হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, হাসান আলী, অভিভাবক ফয়জুল করিম, কয়েছ মিয়া,আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনু, বশির আহমদ, ফয়জুল ইসলাম মকু, ইউপি সদস্য নুনু মিয়া, জয়নাল আবেদীন, শিক্ষক আল আমিন, রেজাউল করিম প্রমুখ। বক্তারা প্রভাষক শহীদুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য বুধবার বিকেলে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন প্রভাষক শহীদুল ইসলাম। এ ঘটনায় বুধবার সফিকুল ইসলাম বাদী হয়ে জাউয়া গ্রামের আমির আলীর পুত্র ফয়েজ আহমদ, ইব্রাহিম আলীর পুত্র জুনেদ আহমদ, তাজ উদ্দিনের পুত্র রাসেল আহমদ ও আনছার আলীর পুত্র হাসান আহমদের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ