ছাতকে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৩, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাতকে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১১, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১১, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতা দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম কামালের সভাপতিত্বে ও শিক্ষক সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জালাল আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মতছির আলী। সভা শেষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের আগুন নিয়ন্ত্রন ও নেভানোর উপর বিভিন্ন কৌশল শিখিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাজিয়া তাফরিয়া মৌরী ও গীতা পাঠ করেন শিক্ষার্থী সন্দীপ চন্দ্র দাস।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ