ছাত্রদল নেতা তুষারের পরিবারের পাশে হবিগঞ্জ জেলা বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩২, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা তুষারের পরিবারের পাশে হবিগঞ্জ জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
হবিগঞ্জ জেলা ছাত্রদল-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষারের পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার।
গতকাল বৃহস্পতিবার (০২ মে, ২০২৪) বিকেলে হবিগঞ্জের রিচি গ্রামে আব্দুল আহাদ তুষারের বাড়িতে যান তিনি।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার জেলা ছাত্রদল নেতা আব্দুল আহাদ তুষারের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন— হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাস উদ্দিন, দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন ও সদস্য সচিব শাহ্ মোহাম্মদ প্রান্ত প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ