ছাত্রলীগের সমাবেশের বাস ঢাকা কলেজর মাঠে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

ঢাকা কলেজ প্রতিনিধি
গতকাল (শুক্রবার) ক্ষমতাসীন দল আ.লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এদিন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়। আগত নেতাকর্মীদের বহন করা অধিকাংশ বাস ঢাকা কলেজের মাঠে রাখা হয়। এনিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বাস রাখার বিষয়ে কলেজের অধ্যক্ষ কিছুই জানেননি বলে জানান গণমাধ্যমে।
প্রশ্ন উঠেছে সরকারি মাঠ রাজনৈতিক কাজে ব্যবহারের অনুমতি নিয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মাঠে প্রায় ৫০টির অধিক বাস ছিল। এ বাসগুলো বিভিন্ন জেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের আনতে ব্যবহৃত হয়েছে। আজও মাঠে প্রায় ২০টির মতো বাস রয়েছে। গতকাল দুপুরে বৃষ্টি হওয়ার কারনে বাস পার্কিংয়ে মাঠ কর্দমাক্ত হয়ে যায়। এতে মাঠটি সাধারন শিক্ষার্থীদের খেলার অনুপযোগী হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘বাসগুলো অবশ্যই রাজনৈতিক ভাবে এখানে আনা হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ স্যারের অনুমতি আছে কিনা এটা জানার বিষয়। আর তিনি অনুমতি দিলেও কীভাবে তিনি একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও কীভাবে এ মাঠটিকে ব্যবহারের অনুমতি দিলেন। এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না।’
ঢাকা কলেজ মাঠে বাস রাখার অনুমতির বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ স্যারের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো অনুমতি নেওয়া হয় নি। কাল বন্ধের দিন ছিল ব্যক্তিগত কাজে আমি একটু বাইরে গিয়েছিলাম। বিকেলে এসে দেখি কলেজের ভেতরে বাসে ভর্তি হয়ে আছে। আমরা নিউমার্কেট থানার ওসিকে জানিয়েছি দ্রুত বাস অপসারণের বিষয়ে। তারা দ্রুত বাসগুলো কলেজ মাঠ থেকে অপসারণের জন্য কাজ করছে বলে জানান।’
জনতার আওয়াজ/আ আ
