ছাত্র আন্দোলনে আহত আমির আলীর খোঁজ নিলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত আমির আলীর খোঁজ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে আমির আলীকে দেখতে তার মেরাদিয়ার বাসায় যান তিনি।
এ সময় আহত আমির আলীর সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নেন রিজভী। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমির আলীর হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদল নেতা নজরুল ইসলাম ও ছাত্রদল নেতা মিরাজ হোসেনসহ নেতারা।
জনতার আওয়াজ/আ আ
