জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সরকারের কোনো ভূমিকা নাই : রব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, `বর্তমান সরকার অন্ধ। এ সরকার গরিব মানুষ দেখে না। এ সরকার বোধির, গরিবের হাহাকার এদের কাছে যায় না। মন্ত্রীরা নানা রকম কথা বলে মানুষের দুঃখ কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদের আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আবদুর রব বলেন, `সরকার গ্যাস ও পানির দাম বাড়িয়েছে দুই তিনবার করে। এখন চাল ডাল, পেয়াজ, মাছ, মাংস কোনো কিছুই আর বাকি নাই। সব কিছুর দাম বেড়েছে, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।’
তিনি বলেন, `ধীরে ধীরে নয়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যের দাম। সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত নয়। কিভাবে ক্ষমতায় টিকে থাকবে সেই নিয়েই ব্যস্ত। জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সরকারের কোনো ভূমিকা নাই। আছে শুধু লুটপাট করার মধ্যে।’
জেএসডি সভাপতি আরো বলেন, ‘জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ঘরে কতদিন না খেয়ে থাকবে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’