জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি,দলের সিদ্ধান্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ার হোসেন খোকন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ২:২০ পূর্বাহ্ণ

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চাঁদপুর শাহারাস্তি উপজেলার কৃতি সন্তান আনোয়ার হোসেন খোকন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদ কর্মে এবং ঐক্যে বিশ্বাসী,দলের যে কোন সিদ্ধান্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমাদের থাকতে পারে কিন্তু দলের সিদ্ধান্তকে ব্যক্তিগত চাওয়া পাওয়ার উদ্বে স্থান দিতে হবে।আমরা তা মেনে চলতে হবে। আমরা কেউ সিনিয়র কেউ জুনিয়র হতে পারি কিন্তু দলের প্রয়োজনে যাকে যে দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্ব পালন করতে হবে।
ছাত্র জনতার এ গণঅভ্যুত্থানে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনাকে হটানো সম্ভব হয়েছে। এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি কিন্তু উনি তা বলে বেড়ান না, যা ইতিহাসে একদিন লেখা হবে।বিগত ১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি,জনাব তারেক রহমান গণতন্ত্রকে সুসংগঠিত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছেন।তিনি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান।আমরা এখানে কেউ নেতা বা প্রজা নই দলের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ।
গত ২৫ অক্টোবর রাতে শাহরাস্তি – হাজীগঞ্জ উপজেলা ও প্রবাসে থাকা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় (ভিডিও কনফারেন্স) জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি উপরোক্ত মতবিনীময় ব্যক্ত করেন।এসময় তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর আমি এলাকায় যাইনি কিন্তু আমি দলের জন্য কাজ করছি। ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি,শাহরাস্তি থানা ছাএদলের আহ্বায়ক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম,বর্তমানে বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি।তিনি বলেন, প্রত্যেকটি নেতাকর্মীর মতামতের গুরুত্ব দিতে হবে,আমরা এখানে কেউ কারো অধীনস্থ নই।
সাধারণ নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি আরো বলেন,আপনাদের চাওয়া পাওয়া থাকতেই পারে,আপনারা যেকোনো দাবি করতেই পারেন,সেটি বিবেচনা করবে দল।দল যে সিদ্ধান্ত দিবে আমরা তা মেনে নিব। আপনাদের দাবি দলের কাছে উপস্থাপন করুন এবং দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখুন। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আজকের দিনটি আমার স্মৃতির পাতায় লেখা থাকবে।এতটুকু আশ্বস্ত করতে পারি আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু।আমি বৃহত্তর হাজীগঞ্জের মানুষ আমি আপনাদের সাথেই থাকবো। দলের দায়িত্বে থাকায় বিভিন্ন দেশে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তাই আপনাদের সাথে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি,এখন থেকে আমি সব সময়ই আপনাদের সাথে থাকার চেষ্টা করব।মনে রাখতে হবে,আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।
সাবেক ছাএ নেতা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং ফারুক আহমেদ মজুমদারের সঞ্চালনায় আয়োজিত পরিচিতি সভায় প্রায় দুই শতাধিক অধিক নেতাকর্মীদের অংশ গ্রহণে শুক্রবার রাতে এ জুম মিটিং অনুষ্ঠিত হয়। এতে দু’উপজেলার নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন দেশ থেকে অনেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভার শুরুতে নেতাকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে নেতাকর্মীরা তাদের মতামত বক্তব্য করেন। সভার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনোয়ার হোসেন খোকন। শাহারাস্তি উপজেলার বিজয়পুর গ্রামের কৃতি সন্তান আনোয়ার হোসেন খোকন ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। লন্ডনে অবস্থানরত আনোয়ার হোসেন খোকন প্রবাসে থেকেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। সম্প্রতি সময়ে শাহারাস্তি হাজিগঞ্জ নির্বাচনী এলাকায় ভবিষ্যতের কান্ডারী হিসেবে অনেকেই আনোয়ার হোসেন খোকনের প্রতি আস্থা রাখছেন।নেতাকর্মীদের দাবির মুখে প্রথমবারের মতো শাহারাস্তি হাজিগঞ্জ নির্বাচনী এলাকার তৃণমূলের নেতাকর্মীদের মুখোমুখি হন তিনি। তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে এলাকার রাজনীতির সহিত সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে লন্ডনে বসবাস শুরু করেন।অচিরেই শাহারাস্তি হাজীগঞ্জে পা রাখবেন বলে তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করেন।
সভার শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদারের পবিএ কোরআন তেলায়ত ও মোনাজাতের মাধ্যমে উক্ত মিটিংটি পরিচালিত হয় ।
জনতার আওয়াজ/আ আ
