জন্মদিনেই বাবা হলেন নাজমুল হাসান শান্ত – জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩২, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জন্মদিনেই বাবা হলেন নাজমুল হাসান শান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

নাজমুল হাসান শান্ত
 

স্পোর্টস ডেস্ক

তিন বছর আগে ২০২০ সালের ১১ জুলাই সাবরিনা রত্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাজমুল হাসান শান্ত। আর আজ (২৫ আগস্ট) এ দম্পতির কোল আলোকিত করে এসেছে প্রথম সন্তান। টাইগার ব্যাটার আজ (২৫ আগস্ট) দুপুরে নিজেই এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রথম সন্তানের পিতা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শান্ত। ভক্ত-সমর্থকদের সুখবর জানিয়ে নবাগত সন্তান এবং মায়ের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

ফেসবুকে দেয়া পোস্টে শান্ত লিখেন, আজ সকালে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আলহামদুলিল্লাহ। বাচ্চা এবং মা দুজনই সুস্থ আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

এদিকে নিজের জন্ম দিনেই প্রথম সন্তানের পিতা হয়েছেন শান্ত। ১৯৯৮ সালের একই দিনে (২৫ আগস্ট) জন্ম নিয়েছিলেন শান্ত নিজেও।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ