জন্মদিনের শুভেচ্ছা তৃণমূল রাজনীতির প্রাণ পুরুষ তারেক রহমান !
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ

তারেক রহমানের শুনলে নাম বাকশালীদের কাঁপে প্রাণ
রাখাল রাজার বাঁশির সুরে গাই তোমার জয় গান ।
তারেক রহমান ১৮ কুটি জনতার স্মৃতিতে অম্লান
৬৮ হাজার বাংলার মানুষের মুখচ্ছবি শিক্ষা অনির্বান ।
সাদা হাস্যউজ্জ্বল নির্দেশনায় তোমার উদাত্ত আহ্ববান
তারেক রহমান তুমি সকল তারণ্যের প্রাণ ।
গণতান্ত্রিক মূল্যেবোধের সঞ্চারণে তোমার অপার অবদান
তারেক রহমান তুমি সূর্য দীপ্যমান ।
তুমি যেন পদ্ধা মেঘনার আবহ বাংলার মধুর কলতান
তারেক রহমান তুমি প্রদীপ দীপ্তমান।
তুমি যেন নতুন প্রজন্মের সুখ আকাঙ্কার বাহক
তারেক রহমান তুমি নও স্বপ্ন ফানুস ।
তুমি তৃণমূল রাজনীতির প্রবাদ পুরুষ
তারেক রহমান স্বর্ণাক্ষরের ইতিহাসের বিশাল কিংবদন্তী।

প্রধান সম্পাদক
জনতার আওয়াজ ডটকম
জনতার আওয়াজ/আ আ
