জাতির সংকটে ছাত্র সমাজের ভূমিকা চোখে পড়ার মতো : লায়ন ফারুক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতির সংকটে ছাত্র সমাজের ভূমিকা চোখে পড়ার মতো : লায়ন ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, দেশের সকল আন্দোলন-সংগ্রাম-দুর্যোগে ছাত্রসমাজ সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। জাতির যে কোনো সংকটে ছাত্রদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রহরীর মতো থেকে বাংলাদেশ ছাত্রমিশন নেতৃত্বের সংকট পূরণ করবে।

গতকাল বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে লেবার পার্টির দলীয় কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লায়ন ফারুক এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম রাব্বি খান লেবার পার্টির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র সমাজের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশ ছাত্রমিশনের সার্বিক সফলতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ