জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ মে) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনার শানিতরূপ এমন প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে র্প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা নুল উদ্দিন মো. জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. সাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদ কবি জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক আবু নাছের মঞ্জু।
আলোচনায় বক্তাগণ বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ, প্রেম ও মানবতার কবি। তার সাহিত্যে এক হাতে বাঁশের বাশরী আর হাতে রণতূর্য়ের দামামা বাজিয়েছেন। অসাম্প্রদায়িক চেতনা, জাত পাতের বৈষম্য, অচৈতন্য প্রথা ভাঙ্গার গান গেয়েছেন তিনি। তিনি ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনারই শাণিত রূপ।
পরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
জনতার আওয়াজ/আ আ
