জাতীয় রাজনীতিতে ফটিকছড়ির দুই অগ্নিকন্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪০, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় রাজনীতিতে ফটিকছড়ির দুই অগ্নিকন্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৮, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৮, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে রাজপথে অনবদ্য ভূমিকা রেখেছিলেন ফটিকছড়ির দুই অগ্নিকন্যা। তাদের একজন উমামা ফাতেমা ও নাহিদা সরওয়ার চৌধুরী নিভা।

উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নে। দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ সেলিম চৌধুরীর মেয়ে তিনি৷

কেন্দ্রীয় রাজনীতিতে আলোচিত ফটিকছড়ির আরেক তরুণী হলেন- নাহিদা সরওয়ার চৌধুরী নিভা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব নিভা। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে। বীর মুক্তিযোদ্ধা সরওয়ার চৌধুরীর কনিষ্ঠ কন্যা নিভার জন্ম আওয়ামী পরিবারে। তার বড় বোন অ্যাড. জোবাইদা সরওয়ার চৌধুরী নিপা চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন এবং যুবমহিলা লীগ নেত্রী। বড় ভাই দিয়াজ ইরফান চৌধুরী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক থাকাকালীন হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ