জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন – জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক কাজী ছাব্বীর বলেন, “সাহিত্য ও সংস্কৃতি আমাদের জাতির অমূল্য সম্পদ। এগুলোকে রক্ষা ও বিকাশের জন্য একটি পৃথক জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠা করা প্রয়োজন।”

তিনি বলেন, “জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠা হলে এটি সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি সাহিত্য ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করবে, সাহিত্য ও সংস্কৃতিকর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, সাহিত্য ও সংস্কৃতিকর্মীদেরকে আর্থিক সহায়তা দেবে এবং সাহিত্য ও সংস্কৃতিকর্মীদেরকে সম্মাননা প্রদান করবে।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সমন্বয়ক রওশন আরা রুশো, মুখপাত্র নীলা মল্লিক, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, মাহমুদুল হাসান নিজামী, নাসিমা বানু করিম, ইভা আলমাস, প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা অজুর চৌধুরী, শেখ ইকবাল হাসান স্বপন, ক্রীড়াবিদ রেহেনা পারভীন, রবিউল মাশরাফি, বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম ঢালী, শাহী সবুর, নজরুল বাঙালি ও আশিষ খীসা।

সংগঠনের নেতারা বলেন, তারা সরকারের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছেন যেন তারা একটি পৃথক জাতীয় সাহিত্য অধিদপ্তর প্রতিষ্ঠা করে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ