জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে যুব সংহতিকে অগ্রণী ভুমিকা নিতে হবে-ভালুকায় হাফিজ মাষ্টার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাষ্টার বলেছেন,সারা দেশে জাতীয় পার্টি আবারো ঘুরে দাঁড়াবে। তৃনমুল থেকে জাতীয় পার্টিকে সংগঠিত করতে পার্টির প্রতিটি নেতা-কর্মীকে নতুন উদ্যমে কাজ করতে হবে।
প্রতিটি অঙ্গসংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে সংগঠনের গতি বৃদ্ধি করতে হবে। সংগঠনকে গতিশীল করতে জাতীয় যুব সংহতি’র নেতা-কর্মীদেরকেই অগ্রনী ভুমিকা নিতে হবে। হাফিজ উদ্দিন মাষ্টার শুক্রবার সন্ধায় ময়মনসিংহের ভালুকায় উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় যুবসংহতি উপজেলা শাখার নবগঠিত কমিটি’র পরিচিতি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুবসংহতির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিজুল ইসলাম দুর্জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাপা’র সদস্য আঃ কাদের সরকার,উপজেলা জাপা’র সদস্য সচিব আব্দুর রউফ,জেলা জাপা’র সদস্য ও উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক,
উপজেলা জাপা নেতা এ,বি সিদ্দিকুর রহমান, জাপা নেতা রফিকুল ইসলাম পাঠান,আঃ হামিদ পাঠান, যুব সংহতি নেতা আমিন উল ইসলাম,জহিরুল ইসলাম, মোহন পাঠান পাঠান, সিদ্দিকুর রহমান, নেছার উদ্দিনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও অসুস্থ নেতা-কর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।