জামায়াত নেতাদের সঙ্গে ‘অশোভন আচরণ’, চারজনকে শোকজ করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৫, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৫, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে চার নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে চার নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ
