জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৬, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৬, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
চাল, ডাল, তেল, পানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ রবিবার দুপুরে শহরের স্টেশন রোডে বিএনপি অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও কেন্দ্রিয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রধান রনি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দর্শন চৌধুরীসহ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ
