জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বাস অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৪, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বাস অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামালপুরে রাজিব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সড়ক অবরোধের সময় বাস শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এ সময় একজন শ্রমিক আহত হয়েছেন। প্রতিবাদে প্রশাসনের কাছে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দাবী করে জামালপুর থেকে সকল রুটে দুরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের আন্ত:জেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে।

গতকাল রবিবার সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাসের সাথে নান্দিনাগামী একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবুল কাসেমের মৃত্যু হয়। রাজিব বাসের ধাক্কায় ওই ইজিবাইক চালকের মৃত্যুর ঘটনায় রাজিব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ৬ দফা দাবীতে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা জামালপুর আন্ত:জেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। অবরোধ কর্মসুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভের নেতৃত্বে ছাত্ররা অংশ নেয়। ঘন্টাব্যাপী অবরোধের এক পর্যায়ে বাসের শ্রমিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মনির (৩২) নামে বাসের এক শ্রমিক আহত হয়।

অবরোধ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে শেরপুর-জামালপুর-টাঙ্গাইল রুটে ও জামালপুর জেলার সাত উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সকল বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। প্রায় দুই ঘন্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উভয় পক্ষের উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয় পক্ষ। কিন্তু রাজধানী ঢাকাসহ সকল রুটে বন্ধ রয়েছে দুরপাল্লার বাস চলাচল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী উঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু, যাত্রীদের সাথে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধ, বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ৬ দফা দাবীতে এবং রাজিব পরিবহণের সকল বাস সার্ভিস বন্ধের দাবীতে আমাদের অবরোধ কর্মসুচি চলছে। আমাদের প্রধান দাবী রাজিব পরিবহণের সকল বাস বন্ধ রাখা, সেটা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ রাজিব বাসের প্রতি খুবই ক্ষিপ্ত। অবরোধের এক পর্যায়ে শ্রমিকরা ছাত্রদের উপর হামলা করে। এর প্রতিবাদে আমরা অবরোধ অব্যাহত রাখি। বাস মালিক সমিতি নিজেরা অবরোধ দিয়েছে কিনা তা জানি না।

এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ছাত্র রাস্তা অবরোধ করে। মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের উপেক্ষা করে শ্রমিকদের সাথে বাদানুবাদে জড়িয়ে পরে এবং একজন শ্রমিককে আহত করে। এই ঘটনার প্রেক্ষিতে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল রুটে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, ছাত্র ও শ্রমিকদের অবরোধ-পাল্টা অবরোধের প্রেক্ষিতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানে চেষ্টা করছি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ