জাস্টিস ফর ভিক্টিমস-এর উদ্যোগে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাস্টিস ফর ভিক্টিমস-এর উদ্যোগে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিক্টিমস-এর উদ্যোগে বৃটিশ পার্লামেন্টের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোবে বক্তারা বলেছেন, ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের ফ্যাসিবাদি সরকার মানবাধিকারের তোয়াক্কা করছে না। ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হচ্ছে। সাজানো বানোয়াট মামলা দিয়ে ভিন্নমতের সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে। দেশের বিচার বিভাগকে কব্জায় নিয়ে ভিন্নমতের সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে কারাদণ্ড দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ডাক্তাররা বারবার সুপারিশ করা সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। বক্তারা বলেন, দেশের গণতন্ত্রের অবশিষ্ট কিছু নেই। সবকিছুই এখন চলে এক ব্যক্তির ইচ্ছায়। বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের দোসর হিসাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব রকমের সহযোগিতা করছে ভারত। ভারতের সাবেক পররাষ্ট্রসচিব পিনাক রঞ্জন সম্প্রতি এক বক্তব্যে প্রকাশ্যেই বলেছেন, কিভাবে শেখ হাসিনাকে ভারত ৭ জানুয়ারীর সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রেখেছে। বক্তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, লড়াই ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
আয়োজক সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন ।

যৌথভাবে সভা পরিচালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি তানভীর আহমেদ ও এসিস্ট্যান্ট অরগানাইজেশন সেক্রেটারি রবিউল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শাহ সদর উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন ড: শামসুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : লেবার পার্টি বাংলাদেশের যুগ্ম মহাসচিব রাকেশ রহমান অলিউল্লাহ নুমান , যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডঃ মঈনুল ইসলাম, মাওলানা শামীম আহমেদ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাস্টিস ফর ভিক্টিমস এর অরগানাইজিং সেক্রেটারি মো করিম মিয়া,
ফাইট ফর রাইটস ইন্টারন্যশনালের সভাপতি রায়হান উদ্দিন, সেক্রেটারি বুরহান উদ্দীন চৌধুরী। সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, ইসলামী ছাত্র শিবিরের সিলেট জেলা পশ্চিমের সেক্রেটারি আশিক উল্লাহ আবিদ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাস্টিস ফোর ভিকটিমস ইউকে এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাহিম আহমদ,জাস্টিস ফোর ভিক্টিমস এর মেনেজমেন্ট সম্পাদক মারুফ আহমদ,

খলিলুর রহমান,সভাপতি মাই বাংলাদেশ, জাস্টিস ফর ভিক্টিমস এর এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদ সোবহান,পাবলিসিটি সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম,রিলিজিয়াছ সেক্রেটারি মোঃআবদুল মালিক,এসিস্ট্যান্ট অরগানাইজেশন সেক্রেটারি মোঃ মহি উদ্দীন ওমর, আব্দুর রহমান,কালচারাল সেক্রেটারি জাকারিয়া আহমদ,এডুকেশন সেক্রেটারি মোঃ আব্দুল হাদি,অ্যাসিস্ট্যান্টঅফিস সেক্রেটারি আবদুল ওয়াহিদ তালিম,এসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি মোক্তাদির আহমদ,এসিসট্যান্ট অরগানাইজেশন স্ক্রেটারি মাজেদ আহমেদ উজ্জল।কালচারাল সেক্রেটারি ,জাকারিয়া আহমেদ।ইভেন্ট মেনেজমেন্ট সেক্রেটারি আবদুল্লাহ আল ইমরান ,অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট মেনেজমেন্ট সেক্রিয়ারি মো: সাব্বির হাসান, আহমদ আলী ,সিনিয়র নেতা ,জাস্টিস ফোর ভিকটিমস,
মাওলানা নুরুল ইসলাম, মো:নাজমুল ইসলাম, মাহবুব হাসান মাহফুজ, মানবাধিকার নেতা লতিফ আহমেদ, লন্ডন মহিলা দল নেত্রী নাদিয়া সুলতানা, জাহিদ আহমদ, ছাত্র দল নেতা।
আব্দুর রহমান, মিনহাজ উদ্দীন খাঁন, জালাল আহমেদ ,ফাহিম আহমেদ ,মো: নুরুল ইসলাম ,কবির আহমেদ,আশরাফুজ্জান জুয়েল, তোফায়েল আহমেদ,মুহাম্মেদ জাহিদুর রহমান,,তানজীম আহমেদ,আবদুল মুমিন,জুয়েল আহমেদ,হাবিবুর রাহমান , মনফর আলী,আবদাল মিয়া,শাহিন সরকার, মানিক আহমেদ মঈন,মুহিবুর রহমান বুলবুল,নুসরাত জাহান পলি,মো: রুমন আহমদ ,মো: কামাল হুসেন,,উজ্জ্বল চৌধুরী,মোছাম্মৎ নাজমুন নেছা দিনা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মকছুদ ইবনে ওয়াহিদ কয়েছ। মো: মারুফ আলম মঞ্জু, মো: সুলতান আহমেদ,কামরুল ইসলাম ,মো: খলিলুর রহমান,ফাহিম আহমেদ,ইউসুফ আহমেদ ,রফিক আহমেদ, হুমায়ুন আহমদ,আহমদ আলী, আমিনুল ইসলাম সফর,ইকবাল হুসেইন,সিনিয়র নেতা ফাইট ফর রাইট ইন্টারনেশনাল,রাশেদা আক্তার নেন্সি,নাদিয়া ফাতেমা, ইসরাত জাহান,মাহমুদ হুসেইন,আলম আহমদ, মোহাম্মদ আহমদ, মো: ইকবাল হুসাইন, তারেক আহমেদ, মিনহাজ উদ্দীন খাঁন। বুরহান উদ্দিন, হানিফ রব্বানী,মিলাদ, এমএম ইয়াজদিন।
আরো উপস্তিত ছিলেন: মো:
হাসনাত আল হাবিব,মো: আবু নাসের তানজীম,শাহিন সরকার ,ফরহাদ আহমেদ,মো: নুরুল হক,মো: কামরুল ইসলাম ,মো: আশফাক আহমেদ জবলু,শহীদুল ইসলাম সৌরভ,মো: আলম আহমেদ,মো: গুলজার হুসেন,মাহফুজ আহমেদ,লিলি মিয়া,শারমিন আক্তার অমি,ফকরুল আলম,সাজু আহমেদ,সামিউল হক মুন্না,মো: শুয়াইবুর রহমান,মো: তাহমিদুল ইসলাম,মো: নাঈমুর রহমান,শামসুল ইসলাম ,রানু মিয়া,ইকবাল হুসাইন,এ,কে,এএম রুহুল আমিন সরকার,মল্লিক সালমানআহমেদ,আনোয়ার হুসাইন,নদিয়া ফাতেমা,আকরাম হুসেন,সুহেল আহমদ,মো:জিলাদ উল্লাহ,বদরুল আহমেদ,তানভীর আহমেদ,আতিকুর রহমান,শামস উদ্দিন,মনসুর আহমেদ,রাসেল আহমেদ,সেলিনা বেগম,নুর আহমেদ,রায়হান উদ্দিন,তাজমুল আলী,এম আশফাক উদ্দিন, মুজাক্কির আহমেদ,মো: মারুফ আহমেদ,এনায়েত হুসেন, সাজন আহমেদ,দেলোয়ার হুসেন,ফজল আহমেদ,আশরাফ চৌধুরী শুভ,আতিক চৌধুরীশিপলু,মো: জাহাঙ্গীর আলম,আবদুল্লাহ আল নাহিদ,মো: রুম্মান আহমেদ,হিফজুল করীম,নুরুল আমিন শাকিল,শাহনূর রহমান,এহতেশামুল হক চৌধুরী ফাহিম,রেজওয়ানুল হক চৌ:,এমরান হুসেন,মো: আবু তাহের শাকিল,মোস্তাক আহমেদ,মো: আবুল কালাম,ইসমাইল আহমেদ দীপু,শামীম আহমেদ ,ইশরাত জান্নাত ,নাজমিন,মাহমুদুল হাসান সজীব,হাবিবুর রহমান,আহসান হাবিব তাকি,মো:আরিফুর রহমান,মারুফ আহমেদ,শাকিল আহমেদ,নজির আহমেদ,সাব্বির হাসান,শাহরুক মিয়া,সাজ্জাদ হোসেন মাহান,সাব্বির আহমেদ অপি,নাফিস আহমেদ,মো: জামিল আহমেদ,মো:মনসুর মিয়া,মো: ছমির আলি,আবদুল আহাদ,মো: ফরিদ আহমেদ:চৌ:,আবু সাঈদ,দীপক কুমার বিশ্বাস,শাহাব ফারহান,চৌ:মো:উমর কাইয়ুম,মোহাম্মদ রাহী,শামীম আহমেদ,ইসমাইল আহমেদ,দীপু,এঅলিউর রহমান,মোঃ হাবিবুল ইসলাম ফরহাদ ,আবু বকর,সুহেল আহমেদ, আশরাফুল ইসলাম ,মো: নাঈমুর রহমান,জুবায়ের আহমেদ চৌ,মো: মুমিনুল ইসলাম,মাহমুদ হুসাইন, মো: মোজাক্কির আলী,মাসুদ আহমেদ, মাজেদ আহমদ, মালিক,আবদুল্লাহ আল জাবির,গুলজার আহমেদ,সাইফ উদ্দিন,অলিউররহমান,মো: সাব্বির হাসান,মো: আমিন উদ্দিন,মো: মিনহাজুল ইসলাম ,রিফাত ইসলাম ,মো: হাবিবুর রহমান,শিব্বির আহমেদ ,জামিল আহমেদ,নাঈম ইমরান, ছাদিকুর রহমান ,মো: ওবায়দুল হক সিদ্দিকী,মো: আমিনুল ইসলাম,হুমায়ূন আহমেদ ,বেলাল আহমেদ,আবদুল্লাহ জামান,আরিফ।মিনহাজ ,মো: নজরুল ইসলাম, রফিকুল ইসলাম,হাসান আহমেদ,রাজনু আহমেদ,মো: বাবুল মিয়া,মো: ইউসুফআলী,ফাহিম আহমদ,মোকদির আহমদ , রানা তালুকদার,আমিন উদ্দিন,নুরুল,শাহাব উদ্দিন চোঁ,কয়েছ আহমেদ,মাধব শর্মা,মো: আশফাক আহমেদ জবলু।তুফায়েল আহমেদ, মো: ইকবাল হুসাইন।তাম্মাম ইসলাম,উমর,মো: এমদাদুল হক,মো: আলফাজ হুসেন,অসাদ সুবহান,আবদুল্লাহ আলমামুন,রায়হান কবির।মাহমুদ আহমদ ছালেহ,আবদুল্লাহ আল মারুফ,উমর ফারুক,মো: বদরুজ্জামান,মো:আবু তাহের,খালেদ আহমেদ,মো: হারুন মিয়া,তওফিকুলইসলাম,আতিকুররাহমান,সমির আহমেদ ,তুফায়েল আহমেদ,জকরিয়া আহমেদ,আশরাফ চৌঃ শুভ।আতিক চৌ:শিপলু।ইমদাদহুসেন মাহিন,মো:রাকিবুল ইসলাম মাহিন,মাহবুবুর রহমান সাহেদ,রেজাউল ইসলাম খান।,আমিনুল ইসলাম রেজা।হাসানুল হক হিমেল।সাজ্জাদ হুসেন,আহমেদ মহসিন,সাবেক ছাত্রদল নেতা মোঃ তানভীর হাসান মাসুদুজ্জামান,নাজমুল ইসলাম,তামিমহক,মোহাম্মাদ বাবুল,ইউসুফআলী,মাহবুবুল হাসান,মো: জাহেদুর রহমান চৌ:, জুম্মান আহমেদ,আরফজল আহমেদ,আবদুল্লাহ আল মাসুম,মো:ফকরুল ইসলাম।
আবু বক্কর, মো: মিনহাজুল ইসলাম, আব্দুল হাকিম সানইয়াদ,প্রমুখ,।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com