জিলু নিহতের প্রতিবাদে, হরতালের সমর্থনে মিছিল করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু নিহতের ঘটনায় ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং পিকেটিং করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার দুপুর ২টায় সিলেট মহানগরীর রোজ ভিউ পয়েন্ট, সুবহানাঘাট পয়েন্ট ও চালিবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচলানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিল, সমাবেশ ও পিকেটিংয়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়াসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ
