বিএনপির কাউন্সিল নিয়ে নির্বাচন কমিশনকে ৩ কেন্দ্রীয় নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ

সিলেট প্রতিধিনি
আসন্ন ২১ মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে গঠিত নির্বাচন কমিশনকে ৩ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বশীল বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা; সাখাওয়াত হাসান জীবন যৌথভাবে এই নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় ৩ নির্দেশনা হলো:
(১) জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিব জেলা কাউন্সিলে প্রতিদ্বন্ধিতা করতে চাইলে মনোনয়ন জমাদানের পূর্বে উক্ত পদ থেকে পদত্যাগ করতে হবে।
(২) কোন উপজেলা বা পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক জেলা কাউন্সিলে প্রতিদ্বন্ধিতা করতে চাইলে মনোনয়ন জমাদানের পূর্বে বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হবে।
(৩) মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির কোন সদস্য জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
এই নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
জনতার আওয়াজ/আ আ
