জয়পুরহাটে বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র দুই পক্ষে সংঘর্ষ : আহত ৮ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩২, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জয়পুরহাটে বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র দুই পক্ষে সংঘর্ষ : আহত ৮

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের ৮ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ন’টার দিকে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালেয়ের সামনে এই সংঘর্ষের হয়েছে। আহতদের মধ্যে যুবদল নেতা রেজভী এবং ছাত্রদলের আমিনুর ও মেহেদীর আঘাত গুরুতর হওয়ায় তাদের বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যরা হলেন যুবদলের রাজীব ও আজিজুল, ছাত্রদলের আহাদ, সাগর ও শাহরিয়ার কবীর।তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি’র জয়পুরহাট জেলা আহবায়ক অধ্যক্ষ শামসুল হক অভিযোগ করেন,‘পদে না থাকা বিএনপি অনুসারী সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাত ন’টার দিকে জেলা কার্যালয়ের সামনে থাকা যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ৮জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মামলা হলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ