ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিক্সা সংঘর্ষ, নিহত ১১
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে এগারোজন নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের গাবখান ব্রিজের টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ
