ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:৪২ পূর্বাহ্ণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২২ উদযাপন উপলক্ষে র্যা লি ও ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়।ফায়ার সার্ভিস শৈলকুপা সিভিল ডিফেন্স’র ইনচার্জ সঞ্জয় কুমার দেবনাথের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা‘র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারমান শিকদার শেফালি বেগম, অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।