টিলা ধসে নিহতদের ঘটনায় জেলা বিএনপির শোক ও উদ্বেগ প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৩, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিলা ধসে নিহতদের ঘটনায় জেলা বিএনপির শোক ও উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেনট
সিলেট নগরীর মেজরটিলাস্থ চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের শিশু সহ তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার, জুন ১০, ২০২৪, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সিলেটে টিলা ধসে মৃত্যুর ঘটনা এটি প্রথম নয়। স্থানীয় প্রশাসনের অবহেলার কারনে বার বার এমন মর্মান্তির মৃত্যুর ঘটনা ঘটছে। সরকার দলের ছত্রছায়ায় সিলেটের সর্বত্র অবাধে পাহাড় ও টিলা কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের পেছনে বছরের জনগনের কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অতচ এই পরিবেশ অধিদপ্তর পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে কোন কার্যকর প্রদক্ষেপ নিচ্ছে না। টানা বৃষ্টি শুরু হওয়ার পর সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশানের পক্ষ থেকে টিলার পদদশে বসবাসকারীদের সরানোর উদ্যোগ নেয়া তো দূরে থাক তাদেরকে সতর্ক করতে মাইকিংও করা হয়নি। সর্বপোরি সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের উদাসিনতার কারনেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, কাক ডাকা ভোরে টিলা ধসের ঘটনা ঘটলেও সিসিকের এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যথা সময়ে ঘটনাস্থলে যায় নি। ঘটনার সাথে সাথে উদ্ধার তৎপরতা শুরু করতে পারলে হয়তো এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত।
বিএনপির নেতৃবৃন্দ এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, এই অতিবৃষ্টির সময়ে যেসব স্থানে এখনো মানুষ পাহাড়-টিলার পদদেশ বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার জন্য কার্যকর প্রদক্ষেপ নিতে আহবান জানান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ