ডিসেম্বর টাইম লাইন মিস না করার প্রস্তুতি নিচ্ছি: সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিসেম্বর টাইম লাইন মিস না করার প্রস্তুতি নিচ্ছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, টাইম লাইন যাতে মিস না হয় সেভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন সিইসি। তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।’

ব্রিটিশ হাই কমিশনার কোন সম্পর্কে জানতে চেয়েছেন, সে কথা তুলে ধরে সিইসি বলেন, ‘উনারা কমিশনকে সহায়তা করতে চান। অবজারভার বিষয়ে জানতে চেয়েছেন। আসলে উনারা জানতে এসেছিলেন আমাদের প্রস্তুতি কী রকম আগামী সংসদ নির্বাচন নিয়ে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে ‘

সিইসি বলেন, ‘আমরা যা যা করছি সব জানিয়েছি। ভোটার রেজিস্ট্রেশন, দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছি। প্রকিউরমেন্টে যাব। যে কাজগুলো সময়সাপেক্ষ, সেগুলো ছয়-সাত মাস লাগে, সেসব আমরা শুরু করছি।’

যুক্তরাজ্য চায় ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, তার দেশ বাংলাদেশে ‘ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ’ নির্বাচন দেখতে চায়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ