ড. ইউনূস সারা বিশ্বেই সম্মানিত মানুষ: ব্যারিস্টার খোকন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সারা বিশ্বেই সম্মানিত মানুষ। তাকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (১২ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, লোকজন বলে নোবেল পুরস্কার পাওয়াই ড. ইউনূসের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তাকে অপমান, হয়রানি করা হচ্ছে। তার মতো সম্মানিত মানুষকে লোহার খাঁচায় পর্যন্ত নেওয়া হয়েছে। এতে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন।
জনতার আওয়াজ/আ আ
