ঢাকা-নারায়ণগঞ্জের সাইনবোর্ডে রিজভীর নেতৃত্বে অবরোধ সমর্থনে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:৪৮ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় নেতাকর্মীদেরকে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ডাঃ রফিকুল ইসলাম রফিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, মাহমুদুর রহমান সুমন সহ অর্থনৈতিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, মশিউর রহমান রনি সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা যুবদল, মন্টু মেম্বার সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল, সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ
