ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৩০, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৩০, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
নরসিংদী প্রতিনিধি
তিন মাসের ওভারটাইম এবং বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টস শ্রমিকরা।
রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ৩টা থেকে মহাসড়কের শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) ফ্যাক্টরীর সামনেই অবরোধ করে রাখে তারা। এ সময় সড়কের ওপর কাঠের আসবাবপত্র দিয়ে অগ্নিসংযোগও করে তারা।
এ সময় শ্রমিকরা দাবি করেন, গত তিন মাস ধরেই ওভারটাইমের বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেননি। বরং দাবি উঠলেই নানা ওযুহাতে ছাঁটাই করা হতো শ্রমিকদের। এসবের প্রতিবাদেই ফুঁসে ওঠে শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমরা দু’পক্ষের সঙ্গেই আলোচনা করছি। আশা করছি শীঘ্রই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।