ঢাবির উপাচার্য হিসেবে ড. ওবায়েদের নাম, ছেলের আপত্তি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২০, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবির উপাচার্য হিসেবে ড. ওবায়েদের নাম, ছেলের আপত্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের নামও আছে। কিন্তু তার সম্ভাব্য এই নিয়োগের বিরোধিতা করেছেন তারই ছেলে রাফিউল ইসলাম রাতুল। যা এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সাধারণভাবে পিতার উচ্চপদে আসীন হওয়াতে যেখানে সন্তানরা উচ্ছ্বসিত হয় সেখানে প্রফেসর ওবায়দের ছেলের ভূমিকা ব্যতিক্রম শুধু নয়, বিরলও বটে! মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে রাতুল লিখেন, শুনলাম পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাবির নতুন ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন। যেখানে দাবিটা খুবই সহজ, ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, সেখানে জিয়া পরিবারের একজন অন্ধ উপাসক, গবেষণা ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়া এবং বিএনপির মূলধারার রাজনীতির অন্যতম সক্রিয় একজন নেতাকে ভিসি হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত অত্যন্ত অচৌকস। কিন্তু, ‘কিন্তু স্যারতো পুরা আন্দোলনে একদম সামনে থেকে নেতৃত্ব দিলেন…’ অথবা ‘কিন্তু স্যার তো ছাত্রদের অধিকার নিয়ে সব সময় সোচ্চার ছিলেন, ভোকাল ছিলেন, সিনেট থেকে ওয়াক আউট ও করলেন একবার গণরুম ইস্যুতে’- এই আলাপগুলা যারা দিতে আসবেন, তাদেরকে আগে থেকেই বলি- তার এই প্রত্যেকটা কাজ পিক পলিটিকাল মুভ। এর বেশি কিছু না। Trust me when I say it. This man has 0 sense of accountability, hence, we’re getting another “Yes man” as a VC; বিএনপির কুকর্ম নিয়ে আলাপ করতে গেলে যার একমাত্র ও অব্যর্থ হাতিয়ার, ‘তুই ছিলি ঐখানে? দেখসস নিজের চোখে?’।
রাতুলের এই পোস্ট মুহূর্তেই প্রচুর শেয়ার হয়ে যায়। লাইক দেন হাজার হাজার মানুষ। অসংখ্য মন্তব্যের মধ্যে নাজমুল হুদা নামে একজন লেখেছেন, আপনার বাবার উচিত আপনাকে নিয়ে গর্ব করা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com