তপশিল পেছানোর আশ্বাস ‘মুলা ঝুলানো’: ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ১:৪৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
নিয়ন্ত্রিত নির্বাচনে যোগ দেওয়ার শর্তে তপশিল পেছানোর মতো মুলা ঝুলানোর আহ্বানে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, গ্রেপ্তারের তিন সপ্তাহ পার হলেও বিএনপি মহাসচিবের জামিন আবেদনের শুনানি না হওয়ায় সরকার আবারও প্রমাণ করেছে যে, তাদের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না।
তিনি আরও বলেন, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট; গত ২৮ অক্টোবর বিরোধী দলের ওপর ত্র্যাকডাউনের পর থেকে সরকার যে মিথ্যা মামলা-হামলা ও অন্যায় গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে যাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সব রাজবন্দিকে মুক্তি দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে পরমতসহিষ্ণুতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা।
জনতার আওয়াজ/আ আ
